কাশ্মিরী আপেল কুলের চাষ বাড়ছে মুর্শিদাবাদে। সীমান্তবর্তী সাগরপাড়ার চকরামপ্রসাদ গ্রামের একাধিক চাষি কাশ্মিরী আপেল কুল, সহ বিভিন্ন ধরনের কুলের চাষ করছেন। এই গ্রামের বাসিন্দা আলেয়া বিবি এই চাষে সফল হওয়ার চেষ্টা করছেন এবং স্বনির্ভর হওয়ার স্বপ্ন দেখছেন। আপেল কুল সহ অন্যান্য কুলের বাজারে চাহিদা ভালোই রয়েছে। গোলাপি রঙের এই আপেল কুলকে অনেকে সুন্দরী কুল বলেও ডাকেন। আপেল কুল খুব সুস্বাদু। মূলত মহারাষ্ট্র, বিহার, ত্রিপুরায় আপেল কুলের ভালোই চাষ হয়।