গতকালের সুস্পষ্ট নিম্নচাপটি আজ সকালে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি বর্তমানে সাগরদ্বীপ থেকে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে ৭৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে। কাল সকালের মধ্যেই এটি ঘূর্ণিঝড়ের পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে। এই ঘূর্ণিঝড়টি আগামী ২৪ তারিখের রাত থেকে ২৫ তারিখ সকালের মধ্যে আমাদের উপকূল ভাগ অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে ২৩ তারিখ সন্ধ্যের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বেশ খানিকটা বাড়বে। আগামী ২৪ ও ২৫ তারিখ দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে অত্যন্ত ভারী বৃষ্টি, অর্থাৎ ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পাশাপাশি ২৪ তারিখ সন্ধ্যে থেকে ২৫ তারিখ সকাল পর্যন্ত পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার উপকূল ভাগে ১০০ থেকে ১১০ কিলোমিটার বেগে ঝড়ো হওয়ারও সর্তকতা থাকছে। কলকাতা,হাওড়া ও হুগলির ক্ষেত্রে ঘণ্টায় ৫০ থেকে ৬০, সর্বোচ্চ ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইতে পারে। পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের ক্ষেত্রে ঘণ্টায় ৭০ থেকে ৮০, সর্বোচ্চ ৯০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। সাংবাদিক বৈঠকে জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস।