২৩ তারিখ থেকেই ঘূর্ণিঝড় 'দানা'র প্রভাব পড়বে রাজ্যে। এদিন থেকেই রাজ্যের উপকূলবর্তী জেলাগুলির দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে আগামী ২৪ ও ২৫ তারিখ দক্ষিণবঙ্গে এর প্রভাব কিছুটা বেশি থাকবে। উপকূলের জেলাগুলি সহ ১০ জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির ও সতর্কতা থাকছে। এবং আগামী ২৪ তারিখ অত্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা থাকছে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে। পাশাপাশি উপকূলভাবে হওয়ার গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত থাকারও সম্ভাবনা থাকছে। কলকাতার ক্ষেত্রও আগামী ২৪ ও ২৫ তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। সাংবাদিক বৈঠকে জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস।