ইয়াসের পর ফের বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। আবহবিদরা বলছেন বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ ক্রমেই শক্তি বাড়াচ্ছে। ঘূর্ণিঝড় হয়ে খুব তাড়াতাড়ি তা আছড়ে পড়বে। এই ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব পড়তে চলেছে বাংলাতেও। কলকাতা-সহ উপকূলীয় ও সংলগ্ন জেলাগুলিতে বইতে ঝোড়ো হাওয়া, সঙ্গে অতিভারী বৃষ্টি। আর এই দুর্যোগের আশঙ্কায় হাওড়া ও শিয়ালদ স্টেশন থেকে একাধিক ট্রেন বাতিল করল রেল।