আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৩ ডিসেম্বরই শক্তিশালী ঘূর্ণিঝড় জাওয়াদের সৃষ্টি হবে। এরপর তা ৯০ থেকে ১০০ কিলোমিটার গতিবেগ নিয়ে অন্ধ্রপ্রদেশের উপকূল অতিক্রম করতে পারে। বুধবার তৈরি হওয়া নিম্নচাপটি এখন সুস্পষ্ট নিম্নচাপে পরিনত হয়ে দক্ষিণ-পূর্ব বঙ্গপোসাগরে আছে ৷ আরও পশ্চিমে ঘনীভূত হয়ে এটি আজ সন্ধ্যায় গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপর তিন তারিখ ঘুর্নিঝড়ে পরিনত হবার সম্ভবনা আছে।