মোকা নিয়ে বড় আপডেট। রাতে এর গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৯০ থেকে ২০০ কিলোমিটার। তবে ল্যান্ডফলের আগে গতিবেগ কমবে। এই ঘূর্ণিঝড়ের পরোক্ষে প্রভাবে আজ পশ্চিমবঙ্গের দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। সোমবারের পর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সর্তকতা থাকছে। অন্যদিকে ১৭ থেকে ২২ শে মে-এর মধ্যে দক্ষিণবঙ্গের দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের আবহাওয়ার বিশেষ কিছু পরিবর্তন নেই। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা জি কে দাস।