বঙ্গোপসাগরের উপর তৈরি হচ্ছে এই ঘূর্ণাবর্ত। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় মধ্যে এই নিম্নচাপটি তৈরি হবে। আগামী ৪ তারিখ এটি শক্তি বাড়িয়ে দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এর জেরে নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী ৪ তারিখ। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। মৎস্যজীবীদের আগামী ৪ তারিখ আন্দামান সাগরে যেতে নিষেধ করা হয়েছে। তবে এই নিম্নচাপের জেরে বাংলাতে কোনও প্রভাব পড়বে কিনা সেই সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।