কোলাঘাটে বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখে দিলীপ ঘোষ। তাঁর উদ্দেশে দেওয়া হয়,'দিলীপ ঘোষ গো ব্যাক' স্লোগান। বিজেপি কর্মীরা বলছেন,'কাল আপনি যা করলেন...'। তার পাল্টা দিলীপকে বলতে শোনা গেল,'কত অনুগামী আমি দেখছি!'