“রাম নবমীর দিন অস্ত্র নিয়ে বেরব আমরা। খড়্গপুরের ট্রেডিশন আছে আখড়া বেরোবে আর সেখানে অস্ত্র থাকবে। ব্রিটিশরা ও বন্ধ করতে পারেনি, পাঠানরাও বন্ধ করতে পারেনি, যদি এনারা বন্ধ করতে যান তাহলে এদেরও ছুঁড়ে ফেলা হবে।” রামনবমী নিয়ে ফের সুর চড়ালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বৃহস্পতিবার ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে একাধিক বিষয় নিয়ে প্রতিক্রিয়া দেন তিনি। পাশাপাশি বিতর্ক ও পুরনো ফর্ম নিয়ে তিনি বলেন, দিলীপ ঘোষ কোন কাজটা বিতর্কের করেছে বলুন তো ? আমি সাধারণ মানুষ খাই দাই ঘুরি। আমি যদি একটা দা কিনতে যাই বাড়িতে নারকেল কাটব বলে, অনেক ভদ্রলোক সেটা নিয়ে ভয় পেয়ে গিয়ে বলছি এই হচ্ছে-ওই হচ্ছে। আরে কার বাড়িতে দা নেই ? যদি না থাকে কেন নেই ?আমি প্রশ্ন করছি।” পাশাপাশি পুরনো ফর্মে ফেরা নিয়ে তিনি বলেন, “আমার ফর্ম একই রকমই থাকে, অনেকে খবর দেখে যদি আমার ফর্ম দেখে তাহলে তাদের প্রতি দয়া হয়। আমার ফেসবুক দেখে নিন।”