সাতসকালে ডুগডুগি বাজাচ্ছেন দিলীপ ঘোষ। হঠাৎ কী হল? বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেন,'কোনও দৌড়ে ছিলাম না। দল যখন যে দায়িত্ব দিয়েছে, সেটা নিষ্ঠার সঙ্গে করেছি। আমি এর মধ্যেই নেই। নির্বাচনে আমার কোনও ভূমিকা। শ্রাবণ মাস এসে গিয়েছে। ডমরু নিয়ে সবাইকে জাগাচ্ছি'।