রাজ্যের সবচেয়ে বড় মহাকাল মন্দিরের শিলান্যাস করতে শুক্রবার শিলিগুড়ি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই আজ ইকো পার্কে প্রাতঃভ্রমনে এসে মহাকাল মন্দির নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। পাশাপাশি তিনি জানালেন মহাকাল মন্দির পরিদর্শনেও যাবেন তিনি। যদিও মুখ্যমন্ত্রীর তরফে কোন আমন্ত্রণ আসেনি। এদিন তিনি বলেন, 'আমি রোজ কোনও না কোনও মন্দিরে যাই। হঠাৎ কোনও মন্দিরে গিয়ে ভক্ত হওয়ার চেষ্টা করি না। সেজন্য মন্দিরে যাই ভগবানের সঙ্গে দেখা হয়, ওটাই মনে থাকে। বাকি সব ভুলে যাই আমি। মন্দির যেই বানাক। আমি কিন্তু যাব মন্দিরে। কামাখ্যা মন্দির তো নরকাসুর বানিয়েছিল। অনেক খারাপ লোকও ভালো কাজ করে।' এরপরেই কটাক্ষের সুরে তিনি বলেন, 'কবে হবে মন্দির! হবে কিনা আদৌও, যদি হয় নিশ্চয়ই আমি যাব। এখন তিনি হিন্দুদের খুশি করার চেষ্টা করছেন। এমনটা নয় যে হিন্দুরা খালি মন্দির দেখে খুশি হয়ে যাবেন, ভোট দিয়ে দেবেন। আজ পরিস্থিতির কারণে তাদের মন্দিরে যেতে হচ্ছে। ঠেলার নাম বাবাজি। ঠেলায় পড়লে বেড়াল নাকি গাছে ওঠে, কেউ কেউ মন্দিরে উঠছে গিয়ে।'