‘এটা রাজনৈতিক স্টেটমেন্ট। উনি জানেন এর বিরোধিতা করলে মানুষ তাদের ধুয়ে দেবে-শুইয়ে দেবে। এখন জনতার চাপে তাদের বলতে হচ্ছে।’ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 'কেন্দ্রের পাশে আছি' মন্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। বৃহস্পতিবার সকালের সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'যদি হিম্মত থাকে তাহলে বলুন আমরা টেরোরিজমের বিরুদ্ধে। কারণ আপনি টেরোরিজমকে প্রমোট করছেন। বলুন বাংলার মানুষকে, যে সবাই আমরা এক হয়ে ১০ কোটি মানুষ কেন্দ্র সরকারের সঙ্গে থাকব, সেনার সঙ্গে থাকব। যা সিদ্ধান্ত নেবে মোদী সরকার তার সঙ্গে থাকব। খোলাখুলি বলা উচিত। না হলে আমরা সন্দেহ করব যে ডাল মে কুচ কালা হ্যায়।' বাংলাদেশকে কটাক্ষ করে তিনি বলেন, 'ওরা ভুলে গেছে আমরা কয়েক হাজার সেনার প্রাণের বিনিময়ে ওদের স্বাধীন করেছিলাম। ওরা নিমকহারাম। ইসলামের নামে বিশ্বের কিছু দেশকে এক করার চেষ্টা চলছে তাই বাংলাদেশ বা তুরস্ক এই ধরনের কথাবার্তা বলছে। এটাই একদিন ওদের কাল হবে।'