আজ থেকে শুরু হল মুখ্যমন্ত্রীর (CM mamata Banerjee) স্বপ্নের প্রজেক্ট দুয়ারে রেশন প্রকল্প (Duare Ration Project)। বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে যাবে রেশন, আর পোহাতে হবে না ভোগান্তি। যদিও বুধবার গোটা রাজ্যে পরীক্ষামূলকভাবে শুরু হল দুয়ারে রেশন প্রকল্প। রানাঘাটে এদিন পাইলট প্রজেক্টের দায়িত্ব প্রাপ্ত রেশন ডিলার অসিত দাস বাড়ি বাড়ি গিয়ে রেশন পৌঁছে দেন। বুধবার পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল ব্লকে পরীক্ষামূলকভাবে হল শুরু হল দুয়ারে রেশন প্রকল্প । প্রথম পর্যায়ে চলতি মাসের ২৮ তারিখ পর্যন্ত প্রকল্পটির চালু থাকবে। পরবর্তী সিদ্ধান্তের ওপর নির্ভর করছে প্রকল্পটির ভবিষ্যৎ।