হাতেগোনা আর মাত্র কয়েকটা সপ্তাহ, তারপরেই বাঙালি মেতে উঠবে দুর্গোৎসবে। পদ্মফুল ছাড়া এই পুজো এক কথায় অসম্পূর্ণ। সন্ধি পুজোতে ১০৮ পদ্ম ছাড়া দুর্গাপুজো হয় না। তবে এবার পুজোর আগেই মুখ ভার মালদার পদ্ম চাষিদের। পুজোর মুখে যখন বাজারে পদ্মের চাহিদা তুঙ্গে, ঠিক তখনই আবহাওয়ার খামখেয়ালিপনার জন্য বিপদে পদ্ম চাষিরা। ভাদ্র মাসেও গ্রীষ্মের দাবদাহের কারণে স্বাভাবিক ভাবেই পুকুরগুলিতে জল নেই বললেই চলে। যার ফলে পদ্মফুলের উৎপাদন সেভাবে হচ্ছে না। তাই পুজোর সময় পদ্ম ফুলের টান থাকবে বলেই জানাচ্ছেন চাষিরা।