অসময়ে গঙ্গা নদীতে ভাঙন (Malda Ganges Erosin)। মানিকচকের ভুতনিচর এলাকায় কেশরপুর, কালুটোলা এলাকায় গঙ্গা নদী তটে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। প্রায় ২০০ মিটার এলাকাজুড়ে চলছে ভাঙন। গঙ্গার জল বাড়ার ফলে ভাঙন দেখা দিয়েছে এলাকায়। অসময়ের ভাঙনে আতঙ্কিত এলাকার মানুষ।