তৃণমূলের রায় বাহাদুরের রাশিয়ান বান্ধবী, তাও আবার নিউটাউনের ফ্ল্যাটে নাকি দেখা করতে যেতেন ওই রায়বাহাদুর। কে এই তৃণমূলের রায় বাহাদুর। আর কে এই রাশিয়ান বান্ধবী। নিউটাউনের ফ্ল্যাটে কিসের ডিল হতো। জানেন আপনারা? একসময়ের তৃণমূলে থাকা নেতা বর্তমানে বিজেপিতে গিয়েই এক এক করে বোমা ফাটালেন। অর্জুন সিং সব সময় যেন একটু অন্যরকম। কেউ বলেন ঠোঁটকাটা কেউ আবার বলেন তৃণমূল হোক বা বিজেপি দলের ভিতরের সব খবর একেবারে নিজের কাছেই রাখেন অর্জুন। বলা যেতে পারে হাতের তালুর মতোই সব দলকেই চেনেন তিনি। আগে ছিলেন তৃণমূলে এখন বিজেপিতে। তৃণমূলে থাকা কালীন যে বিষয়টি জানতে পেরেছেন তা শুনলে আপনাদেরও চোখ কপালে উঠবে। অর্জুন সিং এবার বললেন রায় বাহাদুরের রাশিয়ান বান্ধবীর কথা। তাদের সঙ্গে নিউটাউনের ফ্ল্যাটের কথাও তুলে ধরলেন। তাহলে এখন আপনাদের মনে প্রশ্ন হতেই পারেন এই রায়বাহাদুর কেন? শুনুন অর্জুন সিংয়ের মুখে।