শালবনী বিডিও অফিসের ভুলে আমফানের ক্ষতিপূরণ দু'বার ঢুকে গিয়েছিল। সেই টাকা কবেই খরচ করে ফেলেছেন 'নুন আনতে পান্তা ফুরোনো' মানুষগুলি। কেউবা ঘর সারিয়েছেন, কেউ আবার সংসার চালাতে খরচ করে ফেলেছেন। এদিকে, বিডিও অফিসের তরফে নোটিশ জারি করা হয়েছে, অবিলম্বে অতিরিক্ত টাকা ফেরত দিতে হবে। নাহলে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তাতেই মাথায় হাত পড়েছে, পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গল অধ্যুষিত শালবনীর নিতান্ত দারিদ্র্যপীড়িত আদিবাসী গ্রাম ভুঁইয়াপাড়ার (বুবিশোল সংলগ্ন) কমলা ভুঁইয়া, চন্ডী ভুঁইয়া, শম্ভু মাহাত-প্রমুখদের।