পেট্রোল, ডিজেল থেকে রান্নার গ্যাস তো আগেই আকাশ ছুঁয়েছিল। কয়েকদিন ধরে পাল্লা দিয়ে দাম বেড়েছে মুরগির (Chicken) মাংস, ডিমের (Egg)। এবার সেই তালিকায় নয়া সংযোজন, বাঙালির রোজকার পাতের খাবার মাছে (Fish)। এবার মাছের দামেও আগুন(Fish Price High )। বিক্রেতারা বলছেন যোগান কম(Supply Interrupted), তাই মাছের দাম বেশি। কিন্তু আদৌ কতটা সত্যি তা নিয়ে দ্বিমত রয়েছে। যদিও বেশিরভাগই বলছেন অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh) থেকে মাছের যোগান কমে গিয়েছে। তার ফলেই মাছের দাম বাড়ছে। সামনে জামাইষষ্ঠী (Jamaisasthi), তার আগে আর মাছের দাম কমার সম্ভাবনা নেই। ফলে মাথায় হাত ক্রেতাদের। বিক্রিও কমেছে, ফলে কিছুটা মুষড়ে পড়েছেন বিক্রেতারাও।