শান্তিনিকেতন (Shantiniketan) লাগোয়া সোনাঝুড়ি (Sonajhuri Market) এলাকার পরিচিত গ্রামীন হাট ধুকছে। এই হাটে মহিলাদের সাজসজ্জার জন্য ডোকরা বা পুতিমালা এরকম হরেক সামগ্রী বিক্রি হতো। করোনা পরবর্তী সময়ে প্রকৃতির প্রতি মানুষের ভাবনা অনেক বেড়ে গেছে। আর সেই আগ্রহকে কাজে লাগিয়ে এবার প্রাকৃতিক অলঙ্কার বাজারজাত করতে শুরু করেছেন সেখানকার মহিলা ব্যবসায়ীরা। তারা বলছেন এসব জংলি লতা, ফল, বীচ দিয়ে অলঙ্কার তারা নিজেরা পড়তেন। বিশ্বভারতীর কলাভবনের কিছু পড়ুয়া সেগুলো আধুনিকীকরণ করন এবং বিপননের পরামর্শ দেন। এখন দিল্লির কর্পোরেট বাজারে হটকেক এই মালা।