২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন, সাংসদ দীপক অধিকারী-দেব যদি জয়ী হন, তাহলে রাজ্য সরকার নিজের কোষাগার থেকে ঘাটাল মাস্টারপ্ল্যানের টাকা বরাদ্দ করবে। দেবও সেই শর্তেই ভোটে দাঁড়িয়েছিলেন। কথা রেখেছেন মুখ্যমন্ত্রী। ২০২৫ সালের বাজেটে ঘাটাল মাস্টারপ্ল্যানের জন্য বরাদ্দ হয়েছে ৫০০ কোটি টাকা। ১৬ ফেব্রুয়ারি, রবিবার ঘাটালে বিশেষ বৈঠক হয়। ঘাটাল মাস্টারপ্ল্যানের বাস্তবায়ন, জমি অধিগ্রহণ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। দীপক অধিকারী জানান, 'এটি শুধুমাত্র সরকারের নয়, বরং ঘাটালের সাধারণ মানুষের জয়। মাস্টারপ্ল্যান রূপায়ণের জন্য রাজনৈতিক ভেদাভেদ ভুলে সকলের সহযোগিতা দরকার।'