শীতকাল মানেই প্রচুর সবজি। নানা ধরনের। সস্তায় থলি ভর্তি। এটাই ছিল দস্তুর। কিন্তু বর্তমানে সব যেন উলটপুরান। শীতকালেও ব্যাপক দাম সবজির। বাজার গিয়ে নাজেহাল অবস্থা মধ্যবিত্তের। আর গরিব মানুষের তো কথাই নেই! অবস্থা আরও শোচনীয়। কেন এমন হচ্ছে? খোঁজ নিল আজতক বাংলা।