গোসাবায় তৈরি হবে স্থায়ী হেলিপ্যাড। শুক্রবার সকালে ক্যানিংয়ের মহকুমাশাসক আজহার জিয়া, গোসাবার বিডিও বিশ্বনাথ চৌধুরী ও সিভিল এভিয়েশান দফতরের আধিকারিকরা যৌথ ভাবে জমি চিহ্নিতকরণের কাজ করেছেন। সপ্তাহ খানেক আগে বাসন্তীর বিধায়ক সুব্রত মণ্ডল পাশের একটি জায়গায় হেলিপ্যাড তৈরির জন্য চিহ্নিত করলেও শেষ পর্যন্ত সেই জায়গার পরিবর্তে নতুন জায়গায় স্থায়ী হেলিপ্যাড তৈরির সিদ্ধান্ত নিয়েছেন দফতরের আধিকারিকরা। গোসাবা কৃষাণমান্ডি সংলগ্ন মাঠেই স্থায়ী হেলিপ্যাড তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ২.৫১ কোটি টাকা ব্যয় বরাদ্দ ধরা হয়েছে এই হেলিপ্যাড তৈরির জন্য। প্রায় তিন একর জমির উপর তৈরি হবে এই স্থায়ী হেলিপ্যাড।