৬ দিন ধরে বাঁকুড়া থেকে পূর্ব বর্ধমানে চলে আসা ৪৯টি হাতিকে ফেরাতে নাজেহাল হচ্ছে বন দফতর। তাই আজ বিধায়ক, ও পুলিশ প্রশাসন ও বন দফতর এক বিশেষ বৈঠকের আয়েজন করে। কীভাবে হাতিদের পাঠানো ফেরানো সম্ভব, তা নিয়েই ছিল এই বৈঠক। ইতিমধ্যেই হাতির হানায় ব্যাপক ক্ষতি হয়েছে ধান জমির। নষ্ট হয়েছে কয়েক হাজার হেক্টর জমির ধান। আহত হয়েছেন এক ব্যক্তিও।