সম্প্রতি হাওড়া পৌরনিগমের নির্বাচনের জন্য ভারতীয় জনতা পার্টির তরফে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি কমিটির ঘোষণা করেন। পাশাপাশি গতকাল তিনি হাওড়া সদরে বিজেপির খারাপ ফলাফলের জন্য বিজেপির জেলার নেতৃত্বের সঙ্গে তৃণমূল সরকারের মন্ত্রী অরূপ রায়ের গোপন বোঝাপড়াকে দায়ী করেন। আজকে এই প্রশ্নে রীতিমতো তোপ দাগেন হাওড়া সদর বিজেপির সভাপতি সুরজিৎ সাহা। তিনি কটাক্ষ করে বলে,ন' যে এই কমিটি হাওড়া জেলা সদরের সঙ্গে আলোচনা করে তৈরি হয়নি। আদতে এই টিমটি বিজেপির মধ্যে তৃণমূল কংগ্রেসের বি টিম হিসাবে কাজ করছে। আর সদর সভাপতি হিসাবে তিনি এর তীব্র বিরোধিতা করছেন। পাশাপাশি তিনি বলেন কে প্রকৃত বিজেপি তার সার্টিফিকেট শুভেন্দুর থেকে নেবেন না হাওড়ার বিজেপি কর্মীরা।'