হুমায়ুন কবীর বাবরি মসজিদের যে জমি দেখিয়েছিলেন তার মালিক বললেন,'আমি বিক্রি করিনি'। তিনি বলেন,'৭০ শতাংশ, ৩০ শতাংশের কথা বলে মুসলিমদের অন্য রাজ্যে মার খাইয়েছেন হুমায়ুন কবীর। তাঁদের খোঁজ নেননি। বাইরের হিন্দুরা ভাবছে, এখানকার হিন্দুরা খুবই বিপদে আছেন। সেই আক্রোশ এখানকার মুসলিমদের সহ্য করতে হচ্ছে'।