বায়ুসেনার প্রশিক্ষণ চলাকালীন হঠাৎ ভেঙে পড়ল যুদ্ধবিমান। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে খড়্গপুর লোকাল থানার অন্তর্গত মুরকুনিয়া গ্রামে। তবে সময় মতো প্যারাসুটের মাধ্যমে বিমান থেকে বেরিয়ে প্রাণে বাঁচেন দুই পাইলট। এদিন দুপুরে ওই গ্রামের একটি ধানজমিতে যুদ্ধবিমানটি পড়ে। এর কিছুক্ষণের মধ্যেই কলাইকুণ্ডা এয়ারবেস থেকে একটি হেলিকপ্টারে করে সেখানে এসে পৌঁছান বায়ুসেনার আধিকারিকরা। পাশাপাশি হাজির হন পুলিশের উদ্ধারকারী দল। আহত দুই পাইলটকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।