ভারতের PM Narendra Modi। তাঁর বিদেশ নীতির পারদর্শীতা বিশ্বে সমাদৃত। বিশ্বে চলমান কোনও War থামানো হোক বা কোনও বৈদেশিক রাষ্ট্রের সঙ্গে কূটনীতিকে উন্নত করা এই সব কিছুতেই প্রধানমন্ত্রীর জুড়ি মেলাভার। ভীষণ ডাউন টু আর্থ এই মানুষটা এখন ভারতের দায়িত্ব সামলালেও একটা সময় তিনি কিন্তু ছিলেন একজন Tea Seller। এটাই ছিল তাঁর কেরিয়ারের শুরুয়াৎ। আজকের এই ভিডিওতে আপনাদের সেইরকম এক চা ওয়ালার সঙ্গে পরিচয় করাবো যিনি এখন টক অফ দ্য টাউন। যাঁর কথা বলছি, তাঁর নাম মনোজ। Murshidabad র Jangipur এ তাঁর একটি চায়ের দোকান আছে। এবার আপনাদের মনে হতেই পারে, চা বিক্রেতা কেন টক অফ দ্য টাউন হতে যাবেন। এইরকম তো ওলিতে গলিতে চা বিক্রেতা রয়েছেন। তাহলে মনোজ কেন আলাদা?