প্রতি মাসে বাঁকুড়া জেলায় প্রায় ৫৪ হাজার মৃত গ্রাহকের নামে রেশন উঠছে। ফলে প্রতি বছর কোটি কোটি টাকা সরকারী অর্থের অপচয় হচ্ছে। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।খাদ্য দপ্তর সূত্রে খবর, গত চার বছরের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যার সঙ্গে চালু থাকা রেশন কার্ড সংখ্যার বিস্তর ফারাক রয়েছে। আর সেই সংখ্যা সম্ভাব্য প্রায় ৫৪ হাজার। ওই বিপুল সংখ্যক মৃত গ্রাহকের কার্ডে এখনও রেশন সামগ্রী তোলা হচ্ছে বলে জানা গেছে।