বংশগত সূত্রে শান্তিপুর শ্যাম চাঁদ রোড নিবাসী বছর কুড়ির রোহণ সাধুখাঁ কুম্ভকার না হলেও তার তৈরি সর্ব মোট তিনটি প্রতিমা শান্তিপুর থেকে চলে গেল উত্তর চব্বিশ পরগনা জেলার কাঁচড়াপাড়ায় । মোট তিনটি প্রতিমার মধ্যে দুটি প্রতিমার আকৃতি একেবারেই ছোটো , একটি কালী ঠাকুরের উচ্চতা সতরো ইঞ্চি। খুব ছোট থেকেই এই ধরনের শিল্প কর্মের প্রতি সে আকৃষ্ট বলে জানায়। তার শিল্প নৈপুণ্যতা দেখে অনেকেই তার কাজের অনুরাগী এবং প্রতিমা তৈরির অর্ডারও আসছে তার কাছে ।