শক্তির অনেক রূপ, তার মধ্যে একটি হলো মা কালী। মা কালীকে আবার অনেক রূপে দেখা যায়। সচরাচর কালী মূর্তি হয় ঘোর কৃষ্ণবর্ণ বা শ্যামা। কিন্তু সাদা রঙের কালী প্রতিমা এক অর্থে বিরল। সাদা রঙের কালী প্রতিমার শিলামূর্তি দেখা যায় পশ্চিম বর্ধমান জেলার কুলটিতে। এই রূপের নাম মা ফলহারিণী কালী।