ফের রাজ্য পুলিশের ডিজি পদে দায়িত্ব গ্রহণ করলেন রাজীব কুমার। তারপর নবান্ন সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানেই কুলতলির সুড়ঙ্গকাণ্ড প্রসঙ্গে বলেন, 'একটা সুড়ঙ্গ পাওয়া গিয়েছে। অতিরঞ্জিত করা হচ্ছে না, আবার ছোটো করে দেখারও দরকার নেই। কী কারণে সুড়ঙ্গ করা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে।' প্রসঙ্গত কয়েকদিন আগেই ভুয়ো সোনার মূর্তি দেখিয়ে প্রতারণার অভিযোগ ওঠে কুলতলিতে। ঘটনার তদন্ত নেমে, সোমবার কুলতলির পয়তারহাটে সাদ্দাম সর্দার নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখানে কয়েকজন পুলিশ কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় সাদ্দাম ও তাঁর ভাই পলাতক। তাদের বাড়িতে তল্লাশি চালানোর সময় খাটের তলায় একটি সুড়ঙ্গ দেখতে পায় পুলিশ।