শিলিগুড়ির কাওয়াখালিতে ফের ভূমি রক্ষা আন্দোলন দানা বাঁধছে। আঠারো বছর আগে জমি অধিগ্রহণ করা হয়েছিল। সেই জমি ফিরিয়ে দেওয়ার দাবিতে বুধবার আইন অমান্য কর্মসূচি নিয়েছিল পোড়াঝাড়-কাওয়াখালি ভূমিরক্ষা কমিটি। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে শুরু করে মহকুমা শাসকের দফতর পর্যন্ত মিছিল করে আইন অমান্য আন্দোলন করার পরিকল্পনা ছিল পোড়াঝাড় ও কাওয়াখালির ভূমিহীন কৃষক শ্রমিকদের। তবে আগে থেকে খবর পেয়ে মিছিল শুরুর আগেই আন্দোলনকারীদের বাধা দেয় পুলিশ। এমনটাই অভিযোগ তাদের। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। আগে থেকে জানানো সত্ত্বেও ইচ্ছে করেই আন্দোলন ভেস্তে দেওয়ার হয়েছে বলে অভিযোগ করেন সিপিআই (এমএল) লিবারেশনের রাজ্য সম্পাদক অভিজিৎ মজুমদার।