টানা বৃষ্টির ফলে দক্ষিনেশ্বর (Dakshineswar) থেকে বালি ব্রিজ(Bally Bridge) যাওয়ার ১০০ মিটারের রাস্তায় নেমেছে ভয়াবহ ধস (Landslide)। গতকাল রাতে বিষয়টি নজরে আসে গাড়ি চালকদের। সাথে সাথেই খবর দেওয়া হয় কর্তব্যরত স্থানীয় পুলিশ কর্মীদের। বৃহস্পতিবার সকাল থেকে PWD দফতরের উদ্যোগে যুদ্ধকালীন তৎপরতায় ধস কবলিত এলাকায় মেরামতির কাজ শুরু করা হয়েছে। এই রাস্তাটি উত্তর ২৪ পরগনার সাথে হাওড়া ও হুগলির যোগাযোগের গুরুত্বপূর্ণ রাস্তা। দক্ষিণেশ্বরের দিক থেকে বালির দিকে যাওয়ার যানবাহন যথেষ্ট ধীরগতিতে চলছে।