করোনা (Corona Virus) পরিস্থিতিকে মাথায় রেখে রাজ্যের সবচেয়ে বড় অক্সিজেন প্লান্ট (Oxygen Plant) চালু হল উত্তরবঙ্গ মেডিক্যাল (North Bengal Medical College) কলেজ হাসপাতালে। অত্যাধুনিক এই অক্সিজেন প্লান্টটি ২০০০ এলপিএম ক্ষমতাবিশিষ্ট। সোমবার প্লান্টের উদবোধন করেন ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সাইন্সের উপাচার্য সুহৃতা পাল। পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্য জনস্বাস্থ্য বিভাগের উত্তরবঙ্গের অফিসার অব স্পেশাল ডিউটি সুশান্ত রায়, হাসপাতালের সুপার সঞ্জয় মল্লিক, ডিন সন্দীপ সেনগুপ্ত, অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা সহ অন্যান্যরা।