ঘূর্ণিঝড় অশনি এই মুহূর্তে বিশাখাপত্তনম থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণে রয়েছে। আজ এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে রাতে অন্ধ্রপ্রদেশ উপকূলে পৌঁছবে, তারপর একটি বাঁক নিয়ে এগোতে থাকবে। তবে আগামী ২৪ ঘণ্টায় এটি দুর্বল হয়ে তীব্র ঘূর্ণিঝড় থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। পশ্চিমবঙ্গ উপকূলে এর বিশেষ কোনও প্রভাব পড়বে না। কোনও রকম ঝড় বা জলোচ্ছ্বাসের সম্ভাবনা নেই আমাদের রাজ্যে। শুধুমাত্র হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে উপকূলে জেলাগুলিতে। পূর্ব মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় কয়েক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। বাদবাকি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে। আগামী ১৩ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যেতে বারণ করা হয়েছে। আগামী ১২ তারিখ থেকে উত্তরবঙ্গের উপরে পাঁচটি জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের উপ-মহানির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।