আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ারও সম্ভাবনা থাকছে। ৫ তারিখ থেকে ঝড়-বৃষ্টির প্রভাব কিছুটা কমতে পারে। তবে ৫ থেকে ৭ তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তাপমাত্রার খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন নেই আগামী ৪-৫ দিনে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ৪৮ ঘণ্টা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পাশাপাশি দু'এক জায়গায় দমকা ঝোড়ো হাওয়াও থাকবে। ৫ তারিখের পর থেকে বৃষ্টির প্রভাবটা কিছুটা কমবে। অন্যদিকে দক্ষিণ আন্দামান সাগরের ওপর আগামী ৪ তারিখে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি তারপরের ২৪ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হতে পারে। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়।