আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। ২ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলো বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। ফলে দার্জিলিং ও কালিম্পং এ ভূমিধসের সম্ভাবনা থাকছে পাশাপাশি উত্তরবঙ্গের নদী গুলির জলস্তরও বৃদ্ধি পাবে। চাষের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে। তবে তাপমাত্রার বিশেষ কিছু পরিবর্তন হবে না। অন্যদিকে দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে দিনের তাপমাত্রা বৃদ্ধি পাবে। তবে ৪৮ ঘন্টা পর থেকে তাপমাত্রা আবার কমতে থাকবে। ভারী বৃষ্টির আপাতত সম্ভাবনা নেই, বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। কলকাতার ক্ষেত্রেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। ৩১ তারিখ কলকাতায় বৃষ্টির পরিমাণ সামান্য বাড়তে পারে। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের উপ-মহানির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।