শনিবার দুপুরে পশ্চিম মেদিনীপুরের ডেবরা বিধানসভার অন্তর্গত ডুঞা এলাকাতে বৈঠক সেরে ফিরছিলেন মন্ত্রী হুমায়ুন কবির। রাস্তায় আদিবাসীদের টুসু গানের আসর দেখতে পান তিনি। লাল বাতি লাগানো গাড়ি থেকে নেমে রাস্তার উপরেই সেই নাচে সামিল হয়ে যান কারিগরি দফতরের মন্ত্রী হুমায়ুন কবির। দীর্ঘক্ষণ মন্ত্রীকে নিয়ে চলে এই নাচ।