পশ্চিম মেদিনীপুরের সবং এবং পিংলার বন্যার ফলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করলেম সাংসদ দেব। কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুর জেলার বেশিরভাগ ব্লক জলবন্দি হয়ে পড়েছে। বৃষ্টি কমা মাত্রই কাঁচা বাড়ি ভাঙতে শুরু করেছে একাধিক এলাকায়। অন্যদিকে বেশ কিছু এলাকায় চাষজমিও ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সবং ব্লকের দশগ্রাম, চাঁদকুড়ি সহ একাধিক এলাকা। সোমবার সেইসব ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শনে গেলেন সাংসদ দীপক অধিকারী (দেব)। সেখানে গিয়ে গ্রাম পঞ্চায়েত আধিকারিকদের সঙ্গে পঞ্চায়েত অফিসে বসে কথা বলেন।এর পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব বলেন, যেভাবে বন্যা হয়েছে, অবস্থা সত্যিই খুব খারাপ। মানুষের সঙ্গে কথা বলে তাদের কষ্ট বুঝলাম, কি কি দরকার এখানে সেটা নিয়ে গ্রাম পঞ্চায়েত আধিকারিকদের সঙ্গে কথা বললাম। দিদিকে গিয়ে বলব, এলাকার মানুষজনদের যা প্রয়োজন সেগুলো দ্রুত যেন এলাকায় পৌঁছে যায়।