গত শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষি আইন প্রত্যাহার করা হবে বলে ঘোষণা করেছিলেন। তাতেই হতাশ হয়েছিলেন বিজেপির পশ্চিম মেদিনীপুর জেলার নেতাদের একটা অংশ। "দল সিদ্ধান্তহীনতায় ভুগছে"-অভিযোগ করে দল ছাড়ার কথা ঘোষণা করেন তারা। এরপরই অস্বস্তি কাটাতে বিজেপি জেলা নেতাদের নিয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। জেলা সভাপতির দাবি-" মুকুল রায়ের হাত ধরে আসা এই সব লোকজন নিজের স্বার্থে এসেছিলেন বিজেপিতে। এরা দলে নিষ্ক্রিয়, তাই মুকুল রায়ের সাথে সাথে তার অনুগামীদেরও বিজেপি ছেড়ে চলে যাওয়াই ভালো।"