দুই বোনের বিয়ে হয়ে গিয়েছে। এখন বাবা মাকে নিয়ে বছর তেত্রিশের অবিবাহিত তরুনী সুজাতা দাস অশোকনগর গোলবাজারে ফুটপাতের পাশে অস্থায়ী ভারাইটিস দোকান চালিয়ে সংসার চালান। যদিও দোকান চালাতে তার অসুস্থ বাবাও তাকে সহযোগিতা করেন। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে বাংলায় MA পাশ করে এখন BED করেছেন। চাকরির জন্য চেষ্টা করেও এখনও ভাগ্যের শিকে ছেঁড়েনি। তাই সংসার চালাতে ভরসা অস্থায়ী ছোট্ট ওই দোকান। বামপন্থী পরিবার থেকে উঠে আসা সুজাতা এবার অশোকনগর কল্যাণগড় পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের বামফ্রন্ট মনোনীত প্রার্থী। সব সময় হাসিখুশি মুখ নিয়ে নিজের দোকান ও প্রচারের কাজ সারছেন।