এ যেন এক অন্য কাহিনী। কথায় আছে যারা চুল বাঁধেন তারা রান্নাও করেন। পুরাতন মালদায় পুরভোট প্রচারের ছবিটা এমনই। একদল প্রমীলাবাহিনী তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট প্রচার করছেন। হাতে রং তুলি নিয়ে দেওয়াল লেখন করছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর মহিলাদের জন্য রূপায়িত প্রকল্পগুলি ফুটিয়ে তুলছেন। রূপশ্রী থেকে কন্যাশ্রী,স্বাস্থ্যসাথী থেকে লক্ষ্ণী ভান্ডার সবই ফুটে উঠছে দেওয়ালে। বাড়ি বাড়ি গিয়ে এই সব প্রকল্পগুলির মাধ্যমে মহিলাদের সুবিধার কথা বলছেন। প্রমীলাবাহিনীর এমন ভোট প্রচারে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরাও অনেকটায় নিশ্চিন্তে।