ইংরেজবাজার পুরসভার তিন নম্বর ওয়ার্ডে তৃণমূলের জোড়া প্রার্থী। একদিকে দেওয়াল লিখন করে প্রচার শুরু করেছেন প্রথম তালিকায় নাম থাকা প্রার্থী কাকলি চৌধুরী। অন্যদিকে নমিনেশনের জন্য ডিসিআর কাটলেন অপর এক প্রার্থী মনীষা সাহা। দুজনেই তৃণমূলের প্রার্থী বলে দাবি করেছেন। কাকলি চৌধুরী বলেন, দল আমাকে তিন নম্বর ওয়ার্ডের প্রার্থী করেছে। জেলা সভাপতি সাংবাদিক সম্মেলন করে আমাকে প্রার্থী ঘোষণা করেছেন। তাই আমি প্রচার শুরু করে দিয়েছি। অন্যদিকে তিন নম্বর ওয়ার্ডে মনিষা সাহা নিজেকে প্রার্থী হিসেবে দাবি করছেন। নমিনেশনের জন্য ডিসিআর কাটার সময় তিনি সাংবাদিকদের জানান, তিনি তিন নম্বর ওয়ার্ডেরই তৃণমূল প্রার্থী।