কোমরে মেশিন নিয়ে পিকনিক থেকে ফেরার পথে দুর্ঘটনার মুখে পড়লেন TMC নেতা। জানা গেছে তিনি ছাইপাশ খেয়ে নিজের মধ্যে ছিলেন না। আহত TMC নেতাকে ভর্তি করা হয় শক্তিনগর জেলা হাসপাতালে। তাঁর কোমর থেকে মেশিন উদ্ধার করল পুলিশ। কিন্তু এখন কথা হল শীতকালে অনেকেই পিকনিক করতে যেতে পছন্দ করেন। তা বলে পিকনিকে মজা করতে যাওয়ার জন্য সঙ্গে মেশিন কেন রাখতে হবে? নদিয়ার চাপড়া থানার দইয়ের বাজার এলাকায় পিকনিক থেকে ফেরার পথে বাইক দুর্ঘটনায় আহত তৃণমূলের হাতিশালা পঞ্চায়েতের সদস্যের ভাই। সে নিজেও তৃণমূলের একজন সক্রিয় কর্মী বলে জানা গেছে। ওই আহত TMC নেতা চাপড়া গ্রামীণ হাসপাতালেরও একজন কর্মী বলে জানা গেছে। আহত তৃণমূল নেতার নাম আজিজুল হক বিশ্বাস।