লোকসভা নির্বাচনের আবহে CAA লাগু করা কেন্দ্রীয় সরকারের কাছে একপ্রকার মাস্টার স্ট্রোক। যদিও এই CAA -র বিরোধীতা করেছে একাধিক রাজনৈতিক দল। প্রশ্ন একটাই কারও কি নাগরিকত্ব চলে যাবে। আর সেই নিয়ে জল্পনা চলছিল। তবে মোদির মন্ত্রী পরিষ্কার জানান এই আইন গ্রাউন্ড লেভেলে চালু করার জন্য তৈরি হয়েছে। এর মাধ্যমে কারও নাগরিকত্ব যাবে না। তিনি নিশীথ প্রামাণিক। তিনি জানিয়েছেন CAA তৈরিই করা হয়েছে বাস্তবায়নের জন্য। বহু মানুষ যাঁরা ধর্মীয়ভাবে প্রতারিত হয়ে ভারতে এসে আশ্রয় নিয়েছিলেন তাঁদের প্রত্যেকের জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে। এই আইন নাগরিকত্ব দেওয়ার আইন।