ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন দিনহাটার ঝিকরি গ্রামের একটি জমি থেকে মর্টার শেল উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। সোমবার সকালে স্থানীয় এক কৃষক জমিতে চাষের কাজ করার সময় লোহার মতো একটি জিনিস দেখতে পান। বাড়ি আনার পর তিনি দেখেন, সেটির গায়ে পাকিস্তান লেখা রয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় বিএসএফ চৌকি ও পুলিশে। বিএসএফ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মর্টারটি নিরাপদে মাটির গর্তে রেখে সেটিকে বস্তা দিয়ে ঢেকে রাখেন। পরে বিন্নাগুরির বোম স্কোয়াডের সদস্যরা ঘটনাস্থলে এসে মর্টারটি নিষ্ক্রিয় করে। তবে সেটি কীভাবে সীমান্ত সংলগ্ন এলাকায় এল, তা নিয়ে বিএসএফ এবং স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে।