কত লোক পার্টি ছেড়ে চলে যাচ্ছে। এগুলো চলতে থাকে। আমাদের পছন্দ অপছন্দ নিয়ে পার্টি চলে না। পার্টি নিজের নিয়মে চলে। অনেক কিছু ঘটে গেছে। নতুন করে ভাবুন। Murlidhar Lane এ Party Office এ ঘর কেড়ে নেওয়া থেকে ফের Saltlake অফিসে নতুন করে ঘর পিরে পাওয়া নিয়ে চাঁচাছোলা জবাব Dilip Ghosh র।