প্রসব যন্ত্রণা নিয়ে স্বাস্থ্য কেন্দ্রে যাওয়া এক মহিলাকে সেখানে ভর্তি না নিয়ে 'রেফার' করে দেওয়া হয়। আর এই অভিযোগ উঠেছে Murshidabad র Farakka র ব্লকের অন্তর্গত বেনিয়াগ্রাম স্বাস্থ্য কেন্দ্রের কয়েকজন কর্মীর বিরুদ্ধে। অভিযোগ উঠেছে Hospital কর্তব্যরত নার্স এবং আয়ার বিরুদ্ধেও। তাঁরা নাকি নিয়ম না মেনে ওই মহিলার পরিবারের লোকজনদের বেনিয়াগ্রাম স্বাস্থ্য কেন্দ্র থেকে অন্য হাসপাতালে নিয়ে যেতে বলেন।