শনিবার, ২০ ডিসেম্বর Nadia র Taherpur এ জনসভা করতে আসার কথা ছিল Prime Minister Narendra Modi র। জনসভায় তখন কানায় কানায় ভর্তি মানুষের মাথা। পৌঁছে গিয়েছেন রাজ্য BJP র শীর্ষ নেতৃত্ব। কিন্তু বাধ সাধল খারাপ আবহাওয়া। প্রবল কুয়াশার কারণে Kolkata Airport থেকে উড়তে পারল না প্রধানমন্ত্রীর হেলিকপ্টার। কিন্তু সশরীরে হাজির হতে না পারলেও টেলিফোনে ভার্চুয়ালি কিছুক্ষণ জনতার উদ্দেশে ভাষণ দেন মোদি।