রাশিয়া ইউক্রেন যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে মুখ থুবড়ে পরতে পারে চা বাগিচা শিল্প। ইতিমধ্যেই রাশিয়ার ওপরে একাধিক আর্থিক ও বানিজ্যিক নিষেধাজ্ঞা জারি করেছে NATO সহ পশ্চিমী দেশগুলো। এই পরিস্থিতিতে দিল্লির সিদ্ধান্তের অপেক্ষায় চা-মহল্লা। প্রাথমিকভাবে চা শিল্প মহল থেকে পাওয়া তথ্যে জানা গেছে, কোভিড পরিস্থিতিতেও গত দুবছর ভারত থেকে রাশিয়ায় প্রায় প্রতিবছর কমবেশি ৪৫ মিলিয়ন কেজিরও বেশি উন্নত চা পাতা রপ্তানি হয়েছে। ভারতের চায়ের অন্যতম ক্রেতা রাশিয়া। দেশের মোট চা রপ্তানির ১৮ শতাংশ রাশিয়ায় রপ্তানি করা হয়। এমনকি ইউক্রেনও ভারত থেকে রপ্তানি হওয়া চায়ের ৩ শতাংশ চা আমদানি করে।